চৌদ্দগ্রামে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রাম থানা। ফাইল ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লক্ষ্মীপুর-বাহেরগড়া গ্রামে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে মরদেহের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে পুলিশের বিশেষ শাখা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।