পঞ্চগড়ে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় সোয়েল ইসলাম (৩২) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের বাঁশবাগান সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোয়েল ওই এলাকার সাবিরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোয়েলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বড় ভাই সুলতান আলী (৩৬) ছোট ভাই সোয়েলকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে ক্ষেতমজুররা কাজে যাওয়ার পথে পুকুরে ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেন। মরদেহের চোখ-মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই সুলতান আলী ও স্থানীয় বাসিন্দা সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের একাধিক টিম তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।