গাজীপুরের বিআরটিএর কর্মকর্তা গ্রেপ্তার, মানিকগঞ্জে মামলা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গাজীপুরের সহকারী পরিচালক আবদুল হান্নানকে গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন দুদকের সহকারী পরিচালক মো. আবদুস সালাম আলী মোল্লা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আবদুল হান্নান মানিকগঞ্জ বিআরটিএতে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
এরপর তিনি পদোন্নতি নিয়ে সিলেট বিআরটিএ কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এরপর যান ঢাকার সদর দপ্তরে। প্রায় তিন মাস আগে তিনি গাজীপুরে যোগ দেন। মানিকগঞ্জে থাকার সময় অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারায় (নিয়ম বহির্ভূত কার্যকলাপের সঙ্গে জড়িত) মামলা করা হয়।
আবদুল হান্নানের বাসা ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ৪০ নম্বর বাড়িতে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।