ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে নতুন এসপির মতবিনিময়

ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নতুন জেলা পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম মতবিনিময় সভা করেছেন।
আজ বেলা ১১টায় পুলিশ দপ্তরের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিকরা এ সময় ময়মনসিংহ জেলায় অপরাধের ধরন ও সমস্যা সস্পর্কে তুলে ধরেন।
সাংবাদিকরা শহরের যানজট, মাদক, জুয়া, সড়ক-মহাসড়কের ওপর বাজার ও তিন চাকার যান চলাচল বন্ধ করা, ইভটিজিং, চাঁদাবাজি, মাস্তানি বন্ধ করতে পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেন। পুলিশ সুপার এসব পরামর্শ দেওয়ার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। উভয় পক্ষকে পারস্পরিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মাদক, ইভটিজিং, জঙ্গি দমনসহ আইনশৃঙ্খলার উন্নয়ন, ন্যায়ভিত্তিক প্রশাসনিক ও পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে পুলিশ সুপার বলেন, ‘অপরাধ নির্মূল ও অপরাধী দমনে সে যে দলেরই হোক, পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করবে।’ এ জন্য তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
মতবিনিময়কালে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সৈয়দ হারুণ অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল ইসলাম, অতিরিক্ত সুপার এস এম নেওয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলমসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।