হবিগঞ্জে সাব স্টেশনে অগ্নিকাণ্ডে ১৬ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যার পর থেকে পুরো হবিগঞ্জ জেলা ও আশপাশের পাঁচটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। টানা প্রায় ১৬ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের পর শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকেই হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসা-যাওয়ার সমস্যা দেখা দেয়। একাধিকবার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার পর সন্ধ্যায় শাহজিবাজার সাব-স্টেশনের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এরপরই উপকেন্দ্রে আগুন ধরে যায়, ফলে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঘটনার বিষয়ে শাহজিবাজার উপকেন্দ্রের প্রকৌশলী আব্দুল মান্নান জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও তখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি।
আব্দুল মান্নান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পরিবর্তনের কাজ রাতভর চলার পর শুক্রবার সকালে ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়।