ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধী সন্দেহে একজন গ্রেপ্তার

থানায় সোহরাব আলী ফকির। ছবি : এনটিভি
মানবতাবিরোধী অপরাধ মামলার সন্দেহভাজন আসামি মো. সোহরাব আলী ফকিরকে (৮০) গ্রেপ্তার করেছে ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর উপজেলার বীর আহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো জাহাঙ্গীর আলম জানান, নেত্রকোনা জেলার কলশ্রী গ্রামের সোহরাব আলী ফকির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আপাতত বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।
এসআই আরো জানান, ২০১৫ সালের ৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোহরাব আলীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
সোহরাব আলীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মুক্তিযুদ্ধের সময় তাঁর বিরুদ্ধে দালাল আইনে মামলা ছিল। ১৯৭৭ সালে এ মামলা থেকে রেহায় পান তিনি। তিনি বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করি নাই। কিন্তু বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না।’