আওয়ামী লীগনেতা মনির হোসেন গ্রেপ্তার

মনির হোসেন। ফাইল ছবি
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার কান্দিরপাড়ের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মনির হোসেন সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
থানা সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান মনির হোসেনের বিরুদ্ধে ২০২২ সালে কচুয়ায় বিএনপির এক জ্যেষ্ঠ নেতার গাড়িতে হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কচুয়া থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ‘আমরা মনির হোসেনকে গ্রেপ্তার করেছি। আগামীকাল (বৃহস্পতিবার) তাকে আদালতে হাজির করা হবে।’