সাবেক পৌর মেয়র কায়সারসহ দুজন কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সার আহাম্মদসহ দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এদিন আসামিদের কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন।
কারাগারে পাঠানো অপর আসামি হলেন খায়রুল খান জুয়েল।
মামলার নথি থেকে জানা গেছে, গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কায়সার আহমেদ এবং সাড়ে ৯টার দিকে পল্লবীর নিজ বাসা থেকে খায়রুল খান জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২২ এপ্রিল গুলশান-১ এর ১৩৬ নম্বর রোডের জব্বার টাওয়ারের পাশে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন সমবেত হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশবিরোধী স্লোগান দিতে দেখা যায়।
এ ঘটনায় গত ২২ এপ্রিল রাজধানীর গুলশার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।