ত্রিশালে গণসংযোগকালে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ৩

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পৌর নির্বাচনের গণসংযোগকে কেন্দ্র করে সংঘর্ষে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে এ সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিরা হলেন ত্রিশাল যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আকরাম হোসেন।
সংঘর্ষে গুরুতর আহত আকরামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে ত্রিশাল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা তিনজনই ত্রিশালের বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ বি এম আনিছুজ্জামানের সমর্থক বলে জানা গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে আনিছুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ওই তিনজনই তাঁর সমর্থক।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ত্রিশালের ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী জাহিদুল করিম জুয়েলের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী এ বি এম আনিসুজ্জামানের সমর্থকদের সংঘর্ষ হয়। ওই সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এর একপর্যায়ে আকরাম ছুরিকাহত হন। বাকি দুজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সংঘর্ষে একজন আহত হয়েছে বলে তিনি জেনেছেন। তিনি আরো জানান, ঘটনায় জড়িত সন্দেহে শামীম, উজ্বল, কেওড়া রুবেল ও আসাদ নামে চারজনকে আটক করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) টহলও জোরদার করা হয়েছে।