দুর্বৃত্তদের হামলায় ডিবির ৯ সদস্য আহত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ ঘটনায় ৯ জন ডিবি সদস্য আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার (৩০ জুন) বিকেলে তিলকপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদক কারবারি- লাল মিয়া (২৭) ও জুয়েল মিয়াকে (২৫) আটক করা হয়। কিন্তু তাদের আটকের পরপরই তাদের সহযোগীরা সংঘবদ্ধভাবে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় লাল মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ডিবি সদস্যদের উদ্ধার করে এবং পালিয়ে যাওয়া লাল মিয়াকেও পুনরায় আটক করে। হামলায় ডিবি সদস্য মেহেদী হাসান মোশাররফ ও কনস্টেবল ফরিদসহ মোট নয়জন সদস্য আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, ডিবি পুলিশের ওপর হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।