পাঁচবিবিতে অচল বেশিরভাগ সিসি ক্যামেরা, বাড়ছে অপরাধ

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছিল সিসি ক্যামেরা। কিন্তু বর্তমানে এসব ক্যামেরার অধিকাংশই দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। যার ফলে এলাকায় বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার আওতায় মোট ৯৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে গত ৫ আগস্টের পর দুর্বৃত্তরা অনেক ক্যামেরা ভেঙে ফেলেছে, কিছু ক্যামেরা খুলেও নিয়ে গেছে। ফলে বর্তমানে মাত্র ২০-২৫টি ক্যামেরা টিকে থাকলেও তার মধ্যে সচল আছে মাত্র ১০-১২টি।
অন্যদিকে, পাঁচবিবি থানার আওতায় থাকা ৩০টি ক্যামেরার মধ্যে ১০টি ইতোমধ্যেই অকেজো হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব ও টেকনিক্যাল সমস্যাই এই অচলাবস্থার মূল কারণ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ক্যামেরাগুলো সচল থাকলে অপরাধীদের সহজে শনাক্ত করা সম্ভব হতো। কিন্তু এখন অপরাধ ঘটলেও পর্যাপ্ত ফুটেজ না থাকায় দুষ্কৃতকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, সিসি ক্যামেরাগুলো চালু থাকলে অপরাধ নিয়ন্ত্রণে অনেক সুবিধা হয়। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ক্যামেরাগুলো অচল হয়ে গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।