সেপটিক ট্যাংকে মিলল নারীর বস্তাবন্দি মরদেহ

নিখোঁজের পাঁচদিন পর ফেরদৌসী বেগম নয়ন (৫০) নামের এক নারীর বস্তাবন্দি মরদেহ টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর দক্ষিণগ্রামে আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টার দিকে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে টয়লেটের সেপটিক ট্যাংকে বস্তাবন্দি মরদেহের সন্ধান পান। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগম গত শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পাঁচ দিন পর মরদেহ সেপটিক ট্যাংকে পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতের ছেলে ইকরামুলসহ স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। তারা আশঙ্কা করছেন, পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।
ওসি মোহাম্মদ আজিজুল হক আরও জানান, এ ঘটনায় নিহতের দেবর আলমগীর হোসেন এবং প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।