মুক্তাগাছায় জাতীয় পার্টির কর্মীকে ছুরিকাঘাত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাড়াটুঙ্গী এলাকায় আজ বুধবার রাত সাড়ে ১০টায় দুর্বৃত্তদের হামলায় ও ছুরিকাঘাতে জাতীয় পার্টির এক কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় লোকজন দুই হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আহত জাতীয় পার্টির কর্মী কালাচান (১৬) পৌর এলাকার পাড়াটুঙ্গীর বাসিন্দা।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, হামলার ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটক দুজন হলেন মোবারক হোসেন ও শিবলু। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে হামলার জন্য মুক্তাগাছা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আব্দুল হাই আকন্দের সমর্থকদের দায়ী করেছেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী আতাউর রহমান লেলিন।
এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আব্দুল হাই আকন্দের মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করে কথা বলেননি।