নাচোলে গরুর হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সোনাইচণ্ডী হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নজরপুর গ্রামের আলমগীর (৪০), সিরাজগঞ্জের শাহজাদপুরের নজরুল ইসলাম (৫০), বগুড়ার দুপচাচিয়ার হাজি সেলিম (৫৫)। এঁরা সবাই গরু ব্যবসায়ী।
খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি তিনজন নিহত হওয়ার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
তবে স্থানীয়দের বরাত দিয়ে নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদের এ ঘটনায় চারজন নিহত হওয়ার কথা জানিয়েছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে সোনাইচণ্ডী হাটের ইজারা ঘরের গ্রিলের সঙ্গে বিদ্যুতের তার লেগে গেলে ৫-৭ জন গরু ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান চারজন।
দুর্ঘটনার পর বগুড়া ও সিরাজগঞ্জের গরু ব্যবসায়ীরা তাঁদের এলাকার নিহতদের লাশ নিয়ে চলে যায় বলে জানান উপজেলা চেয়ারম্যান।