অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালকসহ আহত ৩

কিশোরগঞ্জ রেল স্টেশনের অদূরে যশোদল বীজ গুদাম সংলগ্ন অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আহতরা হলেন, মিঠামইন উপজেলার লাল মিয়ার ছেলে এয়াকুব আলী (৩২), একই উপজেলার সিরাজ মিয়ার ছেলে কবীর হোসেন (৩৫) এবং কাউসার আলী (৪০)। তাদের মধ্যে কাউসার আলীকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাহাউদ্দীন ফারুকী আরও জানান, রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটি আটকে গেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।