বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ব্র্যাক অফিসের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—২ নম্বর ওয়ার্ড চাঁদগ্রামের হাবিল সরদারের স্ত্রী জোসনা খাতুন (৪৮) ও তাদের ছেলে বিপ্লব সরদার (২৮)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে চাঁদগ্রাম মাঠে যান। বিকেলে চাষাবাদ সেরে পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফেরার পথে তাদের নিজস্ব মুরগির ফার্মের বিদ্যুতের তার ছিঁড়ে পাওয়ার টিলারের সঙ্গে পেঁচিয়ে যায়। বিপ্লব চিৎকার শুরু করলে ফার্মের ভেতর থেকে তার মা জোসনা খাতুন ছুটে আসেন। ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজস্ব মুরগির ফার্মে ব্যবহৃত বিদ্যুতের তার ছিঁড়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে।