কুষ্টিয়ায় সাপের কামড়ে ওঝার মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে বিষাক্ত গোখরা সাপের কামড়ে সৈয়দ আলী দোল্লা (৬০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার পোড়াদহ ইউনিয়নের সরুপদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলী মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মৃত হোছেন মন্ডলের ছেলে।
মিরপুর থানার উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম জানান, সরুপদহ এলাকার আখের আলীর বাড়িতে একটি বিষাক্ত গোখরা সাপ দেখা দিলে বাড়ির লোকজন সাপ ধরার জন্য ওঝা সৈয়দ আলীকে ডাকেন। তিনি সাপটি ধরে একটি হাঁড়িতে ঢোকানোর চেষ্টা করেন। এ সময় অসতর্কতায় সাপটি তাকে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।