টাঙ্গাইলে ছাত্রশিবিরের ২৫ নেতাকর্মী আটক

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সম্পাদকসহ ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সম্পাদকসহ ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বেসরকারি একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৩টি স্কচটেপ মোড়ানো হাত বোমা ও বিপুল সংখ্যক ‘জিহাদি’ বই উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সন্তোষ সেনা বাজারের হাফিজুর রহমানের বাসায় কয়েকজন ছাত্র ভাড়া থাকতেন। পুলিশের কাছে গোপন সংবাদ আসে সেখানে নাশকতা বিষয়ে গোপন বৈঠক চলছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে খবরের সত্যতা পায়। এ সময় ২৫ শিবির কর্মীকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।