বনানীর ঘটনায় দুই ছাত্রীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ

রাজধানী বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের অভিযোগে করা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা গুলশান থানা পুলিশকে এ নির্দেশ দেন। রাজধানী মানবাধিকার সংস্থার যুগ্ম সম্পাদক সৈয়দ নাজমুল হুদা এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
নাজমুল হুদা জানান, গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেন দুই ছাত্রীর অাইনজীবী।
এদিকে ধর্ষণ মামলার আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেনকে বিরুদ্ধে চারদিন এবং তাঁর দেহরক্ষী রহমতের (আবুল কালাম আজাদ) বিরুদ্ধে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। অন্যদিকে অন্যতম আসামি নাঈম আশরাফকে আজ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা থেকে আটক করা হয়েছে।
এর আগে গত শুক্রবার মূল আসামি সাফাতকে ছয়দিন ও সাদমানকে পাঁচদিনের রিমান্ডে পাঠান আদালত।
নথি থেকে জানা যায়, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে সাফাতের জন্মদিনে যোগ দিতে গিয়ে অপরাপর বন্ধুদের সহায়তায় ধর্ষণের শিকার হন ওই দুই তরুণী। ওই ঘটনার ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন এক তরুণী। সেই মামলার সব আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।