পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যায় দুজন রিমান্ডে

রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিন ও অস্ত্র মামলায় তারেক রহমান রবিনের দুদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১১ জুলাই) ঢাকার সিএমএম আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।
আবুল কালাম বলেন, গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তারা তাদের আদালতে হাজির করে হত্যা মামলায় ১০ দিন ও অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।
ঘটনার পর পুলিশ মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে আটক করে। পরে কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।