পিকআপ-ট্রাক সংঘর্ষে প্রকৌশলীসহ দুজন নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর থানা এলাকায় পিকআপভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক প্রকৌশলীসহ দুজন নিহত হন। ছবি : এনটিভি
গোপালগঞ্জে পিকআপভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক প্রকৌশলীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
গতকাল শুক্রবার দিবাগত রাতে জেলার মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রেললাইন সম্প্রসারণ ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের প্রকৌশলী ইসমাইল মীর ও ট্রাকচালক মামুন বিশ্বাস।
আহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে হাইওয়ে থানার পুলিশ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ম্যাক্স গ্রুপের একটি পিকআপভ্যান রিশাতলা এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যান ও ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইসমাইল মীর ও চালক মামুন বিশ্বাস।