চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট অ্যাক্সেসরিজ নামের একটি কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার (১১ জুলাই) দুপুরে ইপিজেড থানার কর্ণফুলী ইপিজেড এলাকায় জ্যান্ট অ্যাক্সেসরিজ নামের এই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দেড় ঘণ্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল হক জানান, বিকেল ৪টা ১০ মিনিটের পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট অ্যাক্সেসরিজ নামক একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের আট ইউনিট কাজ করে।
নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, আগুন লাগার খবরে নৌবাহিনীর ছয়টি ইউনিট এবং এয়ার ফোর্সের একটি ইউনিটও ঘটনাস্থলে কাজ করেছে।
স্থানীয়রা জানান, আগুনের ব্যাপকতা ও ধোঁয়া বেশি থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।