এসএসসি ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা, আরেকজন হাসপাতালে

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অর্পিতা মাতুব্বর (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এছাড়া আশানুরূপ ফল না হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছে মৌশেদা আক্তার ইমা (১৬) নামের অপর এক ছাত্রী। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ঘটনা দুটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এবং একই উপজেলার গুয়াবাড়িয়া গ্রামে। দুজনেই নিজনিজ বাড়িতে গলায় ফাঁস নিয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৌশেদা আক্তার ইমাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত অর্পিতা মাতুব্বর খুন্না গোবিন্দপুর গ্রামের বিসিডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এছাড়া অপরজন মৌশেদা আক্তার ইমা একই উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের খামেন হোসেন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
হিজলা থানার ওসি আমিনুল জানান, আত্মহত্যার চেষ্টা করা ইমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া নিহত অর্পিতার মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিমের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পরিবারের বরাতে ওসি জানান, অর্পিতা দুই বিষয়ে ফেল করেছে এবং ইমা জিপিএ-৩.৮৯ পেয়েছে। আশানুরূপ ফলাফল না হওয়ায় পরিবার তাদের গালমন্দ করে। এজন্য ক্ষোভে-হতাশা এবং লোকলজ্জার ভয়ে বৃহস্পতিবার দুপুরে দুজন নিজনিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অর্পিতাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইমাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। অর্পিতার মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।