টাঙ্গাইলে ৪০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

টাঙ্গাইলে ৪০০ মেধাবী কোমলমতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেছে সেফ ফাউন্ডেশন। আজ শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে শহরের রেজিস্ট্রিপাড়ায় সেফ ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।
সেফ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় মোট ৪ হাজার ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেধার ভিত্তিতে চার শতাধিক শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অনুষ্ঠানে তাদের হাতে নগদ অর্থ ও বৃত্তিপত্র তুলে দেওয়া হয়।
বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুল আমিন শাহীন। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার হোসেন আসলাম। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
১৯৯৮ সাল থেকে সেফ ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নিয়মিতভাবে বৃত্তি প্রদান করে আসছে। এটি ছিল দ্বিতীয় দফার বৃত্তিপ্রদান। এর আগে আরও দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।