টাঙ্গাইলে জুয়ার আসর থেকে বিএনপিনেতাসহ আটক ৩৬

টাঙ্গাইলে জুয়ার আসর থেকে বিএনপিনেতাসহ আটক ৩৬। ছবি : এনটিভি
টাঙ্গাইলে অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও প্রায় দেড় লাখ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে শহরের ভিক্টোরিয়া রোডে বিভিন্ন ক্লাবে এই অভিযান চালানো হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়েছে।