যৌথবাহিনী অভিযানে ইয়াবাসহ যুবক আটক

গোপালগঞ্জে যৌথবাহিনী অভিযান চালিয়ে ইয়াবাসহ তুরজাউন মোল্লা (৩০) নামের এক যুবককে আটক করেছে। আজ শনিবার (৯ আগস্ট) গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া সড়কের সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ধান গবেষণার ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৪৮৫ পিস ইয়াবা, একটি পালসার মোটরসাইকেল, একটি মোবাইলফোন সেট ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
আটক হওয়া তুরজাউন মোল্লার বাড়ি নড়াইল জেলার নড়াগাতী থানার পাখি মারা গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর সেনা ক্যাম্পের মেজর জুভেন ওয়াহিদ নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়ার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী তুরজাউনকে আটক করা হয়। আটককৃত তুরজাউনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (এসআই) মো. মোকাররম হোসেন বাদী হয়ে তুরজাউনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া তুরজাউনকে আদালতে পাঠানো হয়েছে।