আনসার হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ২৬ জানুয়ারি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য হত্যা ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মাহবুবুল আলম প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেন।
নথি থেকে জানা যায়, গত ৬ নভেম্বর সন্ধ্যায় বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের ড্রাইভওয়ের উত্তর প্রান্তের ৬ নম্বর গেটের সামনে শিহাবকে ছুরি হাতে দেখতে পান এপিবিএনের সদস্যরা। শিহাবকে ধরতে গেলে তিনি দৌড়ে ৪ নম্বর গেটের দিকে যান। ৪ নম্বর গেটের সামনে এক আনসার সদস্য তাঁকে ধরার চেষ্টা করেন। তখন তিনি ছুরি নিয়ে ৩ নম্বর গেটের দিকে এগিয়ে যান। সেখানে শিহাবকে আবার এক আনসার সদস্য আটকাতে গেলে তাঁকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।
আহতদের মধ্যে সোহাগ আলী (২৪) নামের এক আনসার সদস্য রাতে হাসপাতালে মারা যান। পরে শিহাবকে আহত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গত ৭ নভেম্বর বিমানবন্দর আনসারের প্লাটুন কমান্ডার মো. আশরাফুল আলম বাদী হয়ে হত্যা মামলা করেন।