বিমানবন্দরে হামলায় তদন্ত কমিটি, মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাকারীর ছুরিকাঘাতে আনসার সদস্য সোহাগ আলী নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ সোমবার সকালে তদন্ত কমিটি গঠন করা হয়। একইসঙ্গে এ ঘটনায় শিহাবকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। মামলার বাদী আনসারের প্লাটুন কমান্ডার আশরাফুল আলম।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নূরে আজম মিয়া।
শিহাবের বিষয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে তদন্ত কমিটি। কী কারণে বিমানবন্দরের মতো একটি স্পর্শকাতর এলাকায় শিহাব এই ঘটনা ঘটিয়েছেন, তার পেছনে অন্য কোনো উদ্দেশ্যে ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, নিহত আনসার সদস্য সোহাগ আলীর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তাঁর লাশ নিয়ে এরই মধ্যে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক শফিউজ্জামান জানান, ধারালো অস্ত্রের আঘাতে আনসার সদস্য সোহাগের মৃত্যু হয়েছে। অস্ত্রের আঘাত ফুসফুসে গিয়ে লাগে এবং এতে প্রচুর রক্তক্ষরণ হয়। এ ছাড়া তাঁর গলার ডান পাশেও ধারালো অস্ত্রের আঘাত আছে।
গতকাল রোববার সন্ধ্যায় তিন নম্বর গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করছিলেন শিহাব। তল্লাশিতে তাঁর কাছে ধারালো ছুরি পাওয়ায় প্রবেশে বাধা দেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে সেখানে উপস্থিত আনসার সদস্য সোহাগকে ছুরি দিয়ে কোপাতে থাকেন এবং প্রবেশের চেষ্টা করেন শিহাব। এ সময় সেখানে দায়িত্বরত এপিবিএন ও আনসার সদস্যরা ওই যুবককে বাধা দিতে গেলে তাঁদেরও ছুরি দিয়ে আঘাত করেন তিনি। এ সময় ধারালো ছুরির আঘাতে এপিবিএন ও আনসার বাহিনীর চার সদস্য আহত হন।