বিমানবন্দরে ছুরিকাঘাতে আহত একজনের মৃত্যু

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি হামলায় আহত এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। বিমানবন্দরে কর্তব্যরত ওই আনসার সদস্যের নাম সোহাগ আলী (৩২)। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া আনসার সদস্যের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। আহত আরো তিন আনসার সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে আজ রোববার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে নূরে আজম মিয়া জানান, ধারালো ছুরি নিয়ে বিমানবন্দরে ঢোকার চেষ্টার সময় এক যুবককে বাধা দেওয়া হলে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ চারজনকে আহত করেন। বিমানবন্দরের তিন নম্বর গেটের কাছে এই ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এয়ারপোর্ট জোনের এসি রুহুল আমিন সাগর জানান, হামলাকারীর নাম শিহাব। তাঁর গায়ে কমলা রঙের টি শার্ট ছিল।
ঘটনার সময় বিমানবন্দরে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় তিন নম্বর গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক। তল্লাশিতে তাঁর কাছে ধারালো ছুরি পাওয়ায় প্রবেশে বাধা দেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে সেখানে উপস্থিত এক আনসার সদস্যকে ছুরি দিয়ে কোপাতে কোপাতে গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন ওই যুবক। এ সময় সেখানে দায়িত্বরত এপিবিএন ও আনসার সদস্যরা ওই যুবককে বাধা দিতে গেলে তাঁদেরও ছুরি দিয়ে আঘাত করেন তিনি । এ সময় ধারালো ছুরির আঘাতে এপিবিএন ও আনসার বাহিনীর চার সদস্য আহত হন।
ওসি নূরে আজম মিয়া আরো জানান, ওই যুবককে থামাতে গুলি ছোড়েন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত যুবক বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। তাঁকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি।