নারায়ণগঞ্জে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘণ্টা পর নারায়ণগঞ্জের গলাচিপা এলাকা থেকে আজ বুধবার সকালে মোস্তফা হাওলাদার নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জে নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার গলাচিপা এলাকা থেকে মোস্তফা হাওলাদার নামের এই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশেক ইমরান জানান, একটি পরিত্যক্ত বাড়িতে ব্যবসায়ী মোস্তফার লাশ পাওয়া যায়। নিহত মোস্তফা কুমিল্লার লাকসাম উপজেলার পুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে মোস্তফা আর বাড়ি ফেরেননি। আজ বুধবার সকালে গলাচিপা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।