নওগাঁর মান্দায় কৃষক লীগনেতা গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এসএম গোলাম আজমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চককামদেব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এসএম গোলাম আজম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চককাদেব গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসএম গোলাম আজম। অনুষ্ঠানের শেষে ইউএনও শাহ আলম মিয়াকে নিজ মোটরসাইকেলে করে নদীর ঘাটে পৌঁছে দিয়ে ইউনিয়ন পরিষদে ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় এসএম গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হবে।