ট্রামাডল বড়িসহ গ্রেপ্তার : দুই আসামির জামিন বাতিল

মাদকদ্রব্য ট্রামাডল বড়িসহ গ্রেপ্তারের পর জামিন পাওয়া দুই আসামির জামিন বাতিল করেছেন আদালত। আজ রোববার (২৪ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার বলেন, এই মামলায় দুই আসামির জামিন পাওয়ার বিষয়টি আমরা আদালতকে অবহিত করি। জামিনের আদেশের যথার্থতা ও আইনগত ভিত্তি যাচাইয়ের জন্য আদালত আজ বিকেলে মামলার নথি তলব করেন। পরে আদালত আসামিদের জামিন বাতিল করে আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। অন্যথায়, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।
জামিন বাতিল হওয়া দুই আসামি হলেন—তরিকুল ইসলাম ও মো. উজ্জল মিয়া।
মামলার নথি থেকে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ১৭ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার গুলশানের মাদানী অ্যাভিনিউ থেকে মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিনই সকাল ১০টার দিকে ঢাকার গ্রিন রোডের বাইতুল লাজ নামের একটি ভবনের চতুর্থ তলার একটি কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানকারী দলের সদস্যরা সেখানে গেলে কার্যালয়ের ভেতরে অবস্থানরত উজ্জ্বল মিয়া দরজা খুলে দেন। পরে সেখান থেকে প্রায় দেড় লাখ ট্রামাডল বড়ি উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় ১৮ আগস্ট কলাবাগান থানায় মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ওইদিন পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ দুই আসামিকে আদালতে হাজির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তাদের জামিনের আদেশ দেন। ওইদিন বিকেলেই তারা কারামুক্ত হন।