ফেসবুকে ধর্ম অবমাননাকর রিপ্লাই কমেন্টের জেরে যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর রিপ্লাই কমেন্ট করা ভাইরাল ডিজাইনার ও ‘গ্রাফিতি’র মালিক শামীম আশরাফকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। এর আগে তার স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয় অনেকেই।
আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শামীম আশরাফ লেখেন- ‘আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।’
এর দুই ঘণ্টা পর এক মন্তব্যকারীকে রিপ্লাইয়ে লিখেন- ‘আপনি ভায়া বেহেশতের সর্বোচ্চ মাকামে গিয়ে ...।’ তার এই রিপ্লাই কমেন্ট ইসলাম ধর্ম ও মুসলমানদের পবিত্র বিশ্বাসের প্রতি চরম অবমাননাকর হিসেবে শহরজুড়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।
এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরের সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত আনন্দপুরী সাংবাদিকদের বলেন, ‘ইসলাম ও বেহেশতকে জড়িয়ে যে ব্যক্তি বাজে মন্তব্য করেছে, তাকে দ্রুত বিচারের আওতায় না আনলে ধর্মপ্রাণ জনতা নিজ উদ্যোগে প্রতিরোধ গড়ে তুলবে। এর দায় সম্পূর্ণ প্রশাসনের।’
গ্রেপ্তার হওয়া শামীম আশরাফ আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। তার মালিকানাধীন ‘গ্রাফিতি’ নামের ডিজাইন প্রতিষ্ঠান থেকেই বিএনপি-জামায়াতবিরোধী অসংখ্য প্রচারণা, ব্যানার ও ফেস্টুন তৈরি হতো আওয়ামী লীগের হয়ে। তিনি বিভিন্ন সময় আওয়ামী নেতাদের প্রশংসায় পোস্ট দিয়েছেন এবং বিএনপি–জামায়াতবিরোধী বক্তব্য ছড়িয়েছেন। অভিযোগ রয়েছে সাংস্কৃতিক অঙ্গনে প্রভাব বিস্তারের জন্য শামীম আশরাফ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর ঘনিষ্ঠতা কাজে লাগাতেন। তার স্বার্থসিদ্ধির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ঘড়নার অনেক রাজনীতিককে ‘বাবা-বাজান’ সম্বোধন করতেন।

ফেসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শামীম আশরাফ রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে এখন নতুন শক্তির সঙ্গে সখ্য গড়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘আজ রাত পৌনে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’