নেত্রকোনার সাবেক মেয়র প্রশান্ত কুমার গ্রেপ্তার

নেত্রকোনায় ঝটিকা মিছিলের দুই সপ্তাহের মধ্যেই গ্রেপ্তার হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়।
গতকাল রোববার (৬ জুলাই) রাত ১১টার দিকে গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে নেত্রকোনা মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে রোববার (৬ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার প্রশান্ত কুমার রায়কে নেত্রকোনায় আনা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৭ থেকে ৮টি নাশকতার মামলা রয়েছে। সোমবার (৭ জুলাই) তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
গত ২০ জুন নেত্রকোনায় প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে পৌর শহরে একটি ঝটিকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ৮ থেকে ১০ জন দলীয় নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে তারা ছোট বাজারে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে এবং মিছিলকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।