জামায়াত-বিএনপি সংঘর্ষে নেত্রকোনায় আহত ৭

নেত্রকোনার কেন্দুয়ায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- জামায়াতের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম (৫৫), কর্মী নয়ন মিয়া, বিএনপির যুবদল আহ্বায়ক হাবুল মিয়া (৪০), কৃষকদলনেতা নবীজুল, ছাত্রদলনেতা রয়েল মিয়া (২২) ও রামিম (২০)। আহত একজনের নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর আহত মাজহারুল ইসলাম শামীম ও হাবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর বিএনপি সান্দিকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, সান্দিকোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবুল মিয়া একটি কোচিং সেন্টারে জামায়াতের মিটিং চলাকালে আপত্তিকর বক্তব্য শুনে প্রতিবাদ জানান। এরপর জামায়াত কর্মীরা তাকেসহ আরও কয়েকজনকে মারধর করে। এতে হাবুল মিয়াসহ চারজন গুরুতর আহত হন।
অপরদিকে জামায়াতের আমির আবু সাদেক শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বিকেলে তাদের নিয়মিত সাধারণ সভায় যুবদলনেতা হাবিবুর রহমানের (হবুল) নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।
সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।