রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৬ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার মুরাদনগর থানায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কোষাধ্যক্ষ মেহেদী হাসান ইমন ও ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক ডা. আরমান হোসেন।
আজ সোমবার (৭ জুলাই) দুপুরে রূপগঞ্জ থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
ওসি তরিকুল ইসলাম জানান, নিহত পারভেজের সঙ্গে সমকামী সম্পর্ক ছিল গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান ইমনের। একইভাবে ডাক্তার আরমান হোসেনের সঙ্গেও পারভেজের একই ধরনের সম্পর্ক গড়ে ওঠে। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জের ধরেই গত ২ জুলাই রাতে আমলাবো এলাকার গিয়াসউদ্দিন মোল্লার পাঁচতলা ভবনের ছাদে ডেকে নেয়া হয় পারভেজকে। সেখানেই ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরদিন (৩ জুলাই) সকালে ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পারভেজের মরদেহ।
ঘটনার পর নিহত পারভেজের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে। তদন্তে অভিযুক্তদের নাম উঠে আসার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে অধিকতর তদন্তের স্বার্থে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নিহত পারভেজ পাবনা জেলার সদর উপজেলার সুপচর গ্রামের মজিদ সরকারের ছেলে। তিনি রূপগঞ্জের আমলাবো এলাকার গিয়াসউদ্দিন মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন। গত ৩ জুলাই সন্ধ্যায় গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার ওই ভাড়া বাসার ছাদে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। রাতভর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।