হামাসের জবাবের পর গাজায় বোমা হামলা থামাতে বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলের চলমান বোমা হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। হামাসের পক্ষ থেকে তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার জবাব আসার পর ট্রাম্প এই আহ্বান জানান।
হামাস জানিয়েছে, গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দি মুক্তি দিতে প্রস্তুত তারা। তবে অস্ত্র সমর্পণ প্রসঙ্গে তারা কিছু বলেনি। সংগঠনটি জানিয়েছে, তারা অবিলম্বে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক। খবর আল জাজিরার।
ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, হামাসের এই সাড়া "অভূতপূর্ব", তবে বিষয়টি চূড়ান্তভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি হামাস একটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত।” এরপরই তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করতে আহ্বান জানান।

এদিকে ইসরায়েলি বাহিনী শুক্রবারও গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। চিকিৎসা সূত্র জানায়, অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৬৬ হাজার ২৮৮ জনে এবং আহত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ১৬৫ জন। আরও হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।