গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জনের প্রাণহানি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে শুধু গাজা সিটিতেই ৪৪ জন ছিলেন। খবর আলজাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। শুধু চলতি বছরের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ২৮০ জন নিহত ও ৫৬ হাজার ৬৭৫ জন আহত হয়েছেন।
সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে চারজন ছিলেন ত্রাণ বিতরণকারী। এতে আরও ৫৭ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৮০ জনে। এই ঘটনায় আহতের সংখ্যা ১৮ হাজার ৯৩০ জনেরও বেশি। এতে স্পষ্ট যে, গাজায় খাদ্য ও মানবিক সহায়তা সংগ্রহ করাও এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এই তীব্র হামলার মধ্যেই গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, তাদের নৌবহরটি গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল (২৭৮ কিলোমিটার) দূরে উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক প্রকাশিত গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি জানিয়েছেন, এই প্রস্তাব ফিলিস্তিনিদের হত্যা ও বাস্তুচ্যুতি বন্ধ করার মূল লক্ষ্য পূরণ করেছে। ট্রাম্প তার প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য হামাসকে তিন বা চার দিন সময় দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৬৬ হাজার ১৪৮ জন নিহত ও এক লাখ ৬৮ হাজার ৭১৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও হাজার হাজার মানুষ।
এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মোট এক হাজার ১৩৯ জন নিহত হন ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।