ইসরায়েলি হামলা অব্যাহত, গাজায় প্রাণহানি ৬৬ হাজার ছাড়াল

ইসরায়েলের চলমান হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (২৮ সেপ্টেম্বর) জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত অন্তত ৬৬ হাজার ৫ জন নিহত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে দু’জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এ সময়ে ৩৭৯ জন আহত হয়েছেন। ফলে এ পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ১৬২ জনে। খবর আনাদোলুর।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে ৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। শুধু সাহায্য নিতে গিয়েই এ পর্যন্ত দুই হাজার ৫৬৬ জন নিহত এবং ১৮ হাজার ৭৬৯ জন আহত হয়েছেন, যা আন্তর্জাতিক মহলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
গত ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করলে ১৩ হাজার ১৭৩ জন নিহত ও ৫৬ হাজার ১২১ জন আহত হন। এভাবে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেস্তে যায়।

এর আগে, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা চলছে, যা বিশ্বব্যাপী তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।