ব্যাংককের ব্যস্ত রাস্তায় হঠাৎ বিশাল গর্ত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ব্যস্ত রাস্তার অংশ হঠাৎ ধসে পড়েছে। এর ফলে একটি প্রধান হাসপাতালের সামনে প্রায় ৫০ মিটার (১৬০ ফুট) গভীর একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। আশেপাশের লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ভাজিরা হাসপাতালের ঠিক বাইরে সৃষ্ট এই বিশাল গর্তে বিদ্যুতের লাইন ভেঙে গেছে ও একটি ফেটে যাওয়া পাইপ থেকে পানি বের হচ্ছে। গর্তের কিনারে একটি পিকআপ ট্রাক বিপজ্জনকভাবে ঝুলে থাকতে দেখা যায়।
ব্যাংককের দুর্যোগ প্রতিরোধ বিভাগের পরিচালক সুরিয়াচাই রাভিওয়ান ঘটনাস্থলে এএফপিকে জানান, সম্প্রতি ভারি বৃষ্টিপাত ও একটি ফুটো পাইপের কারণেই এই ধসের ঘটনা ঘটেছে।
সুরিয়াচাই রাভিওয়ান বলেন, ‘পানির পাইপে একটি লিকেজ ছিল— পাইপের পানি রাস্তার নিচের মাটি ক্ষয়প্রাপ্ত করেছিল তাই এই ঘটনা ঘটেছে।’
সুরিয়াচাই রাভিওয়ান আরও জানান, সেই ক্ষয়প্রাপ্ত মাটি একটি নির্মাণাধীন সাবওয়ে স্টেশনে গিয়ে পড়লে রাস্তাটি ধসে যায়। মাস র্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ এই ঘটনার কারণ তদন্ত করবে বলে জানিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই কয়েক ডজন পুলিশ ও শহরের কর্মকর্তা ঘটনাস্থল ঘিরে ফেলেন। সিনিয়র পুলিশ কর্মকর্তা সায়াম বুনসোম পার্শ্ববর্তী অ্যাপার্টমেন্ট ব্লকগুলো খালি করার নির্দেশ দিয়েছেন। ধসে পড়া রাস্তার ঠিক বিপরীতে অবস্থিত স্থানীয় পুলিশ স্টেশনটিও খালি করা হয়েছে।
ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন্ট ঘটনাস্থলে এএফপিকে বলেছেন, ‘স্থানটি একটি স্টেশনে অবস্থিত, মাটি ডেবে যাওয়ার কারণে এটি ভেঙে পড়েছে।
থাইল্যান্ডের শীর্ষস্থানীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষাকেন্দ্র ভাজিরা হাসপাতাল কর্তৃপক্ষ ফেসবুক পোস্টে জানিয়েছে, তারা তাদের বহির্বিভাগীয় পরিষেবা স্থগিত করেছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব তা পুনরায় চালু করবে।

কাছের ভবনে থাকা হাসপাতালের কর্মী নপ্পাডেক পিটপেং (২৭) জানান, বুধবার সকালে একটি বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি বলেন, আওয়াজটা এমন ছিল যেন একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে ও আমার পুরো ফ্ল্যাটটি কেঁপে উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সামসেন রোডের একটি নির্মাণ এলাকা থেকে কয়েকজন লোক দৌড়ে আসছেন, যখন রাস্তাটি ফাটল ধরে ভেঙে পড়ছে ও পানি ভরা একটি গর্ত তৈরি হচ্ছে।