ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলে তাদের সর্বশেষ সামরিক অভিযানের কথা জানিয়েছে দাবি করেছে, তারা প্যালেস্টাইন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত ইয়াফার লদ বিমানবন্দরে (বেন গুরিয়ন বিমানবন্দর) সফল হামলা চালিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) ইরানের মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আল-মাসিরাহকে দেওয়া এক বিবৃতিতে এই অভিযানের বিবরণ প্রকাশ করেছেন।
ইয়াহিয়া সারি বলেন, এই অভিযান সফল হয়েছে, যার ফলে লাখ লাখ ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

সারি আরও বলেন, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সমর্থনে গাজার অবরোধের প্রতিবাদে ও আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।