পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চায়। নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজা সম্পূর্ণরূপে পুনর্দখলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। খবর সিএনএনের।
ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের লক্ষ্য হলো গাজা থেকে হামাসকে অপসারণ করা, তারপর এই অঞ্চলটি হামাস নয় এমন বেসামরিক শাসনব্যবস্থার হাতে তুলে দেওয়া।
নেতানিয়াহুর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার ল্যাপিড। তিনি বলেন, নেতানিয়াহুর এই সিদ্ধান্তে আরও যুদ্ধ ও আরও জিম্মির মৃত্যুর ঘটনা ঘটবে। গাজায় আটকে থাকা জিম্মিদের কিছু পরিবারের সদস্যরাও বৃহস্পতিবার (৭ আগস্ট) বিক্ষোভ করে সরকারের কাছে এই পরিকল্পনা বাতিল করার অনুরোধ জানিয়েছেন।
একজন ইসরায়েলি কর্মকর্তার মতে, এই পরিকল্পনা বাস্তবায়নে পাঁচ মাস পর্যন্ত সময় লাগতে পারে। এর অংশ হিসেবে প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে আবারও দক্ষিণ গাজার উচ্ছেদ এলাকায় যেতে বাধ্য করা হবে।

ভবিষ্যতে গাজা কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে নেতানিয়াহু এখনো কোনো বিস্তারিত পরিকল্পনা দেননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েল সেখানে শাসকগোষ্ঠী হিসেবে থাকতে চায় না, বরং এমন আরব শক্তির হাতে ক্ষমতা দিতে চায় যারা ইসরায়েলের জন্য হুমকি হবে না।
পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) দ্বারা পরিচালিত মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রের সংখ্যা বর্তমান চারটি থেকে বাড়িয়ে ১৬টিতে উন্নীত করবে।