গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা ‘জোরালোভাবে’ প্রত্যাখ্যান ৫ দেশের

এএফপির ফাইল ছবি
ইসরায়েলের গাজা শহর দখলের পরিকল্পনাকে ‘জোরালোভাবে’ প্রত্যাখ্যান করেছে পাঁচটি দেশ। অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি এই পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। খবর আলজাজিরার।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এই পরিকল্পনা ‘বিপর্যয়কর মানবিক পরিস্থিতিকে আরও খারাপ করবে, জিম্মিদের জীবনকে বিপন্ন করবে ও বেসামরিক নাগরিকদের ব্যাপক বাস্তুচ্যুতির ঝুঁকি আরও বাড়িয়ে দেবে।’

দেশগুলো আরও সতর্ক করে বলেছে, এটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে ও ‘বসতি স্থাপনের মেয়াদ বাড়ানোর যেকোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।’
স্বাক্ষরকারী দেশগুলো হামাসকে সব জিম্মি মুক্তি দেওয়ার ও ইসরায়েলকে মানবিক সহায়তা যাতে সঠিকভাবে পৌঁছাতে পারে তা নিশ্চিত করার জন্য সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।