গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে নিহত আরও ১৩৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৭ ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ১৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৭৭১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধের সময় গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচজনের ক্ষুধাজনিত মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সম্পূর্ণরূপে দখলের দাবি গভীর উদ্বেগজনক।
ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট তেরেসা রিবেরা এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য উস্কানি হিসেবে বর্ণনা করেছেন।
তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই পরিকল্পনা এগিয়ে যাবে কিনা তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইসরায়েলের।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ১৫৮ জন নিহত ও এক লাখ ৫১ হাজার ৪৪২ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছিল।