১৮ তলা থেকে পড়েও প্রাণে বাঁচল তিন বছরের শিশু

আবাসিক ভবনের ১৮ তলা থেকে পড়ে গিয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরেছে তিন বছর বয়সী শিশু। তার জীবন বাঁচিয়েছে একটি গাছ। এই ঘটনাটি সবাইকে হতবাক করে দিয়েছে।
গত ১৫ জুলাই দক্ষিণ-পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে ঘটনাটি ঘটে। শিশুটিকে তার দাদা-দাদি ঘুমন্ত ভেবে ঘরে তালা দিয়ে বাজার করতে গিয়েছিলেন। কিন্তু শিশুটি ঘুম থেকে উঠে বাথরুমে চলে যায়। বাথরুমের জানালায় কোনো নিরাপত্তা গ্রিল ছিল না। সে টয়লেটে উঠে জানালা দিয়ে নিচে পড়ে যায়। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।
শিশুটির বাবা ঝু জানান, তার ছেলে ১৮ তলা থেকে পড়ার সময় ১৭ তলার একটি খোলা জানালায় ধাক্কা খেয়েছিল। এতে তার পড়ার গতিপথ কিছুটা পাল্টে যায়। ফলে সরাসরি নিচে কংক্রিটের উপর না পড়ে পাশে থাকা একটি গাছের উপর পড়ে। এই গাছটিই তার পড়ার ধাক্কা অনেকটাই কমিয়ে দেয়। এরপরে সে মাটিতে পড়ে।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটির বেঁচে থাকাকে ‘একটি অলৌকিক ঘটনা’ বলে বর্ণনা করেন। তার বাম হাত ভেঙে যায়, মেরুদণ্ডে আঘাত লাগে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, তার মাথায় কোনো আঘাত লাগেনি। সে পুরো সময়ে জ্ঞান হারায়নি।

শিশুটি চিকিৎসকদের বলে, বাবাকে বলবেন আমার জন্য একটা বাম্বলবি (মৌমাছি আকারের খেলনা) কিনে দিতে।
এই ঘটনার পর কৃতজ্ঞতা প্রকাশ করতে শিশুটির বাবা গাছটিতে বড় লাল ফুল ঝুলিয়ে দেন, যা চীনে সম্মান ও উদযাপনের প্রতীক।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিশুটির বাবা-মায়ের অসতর্কতার সমালোচনা করেছেন। আবার অনেকে শিশুটির এমন অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনায় অবাক হয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।