রাশিয়া-পোল্যান্ড বিরোধ নিরসনে আলোচনার আহ্বান চীনের

আকাশসীমা লঙ্ঘনের জেরে রাশিয়া ও পোল্যান্ডের মধ্যে তৈরি হওয়া বিরোধ নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে চীন। পোল্যান্ড দাবি করছে, রাশিয়ার ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করায় সেগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘চীন আশা করে, সংশ্লিষ্ট সকল পক্ষ সংলাপ ও আলোচনার মাধ্যমে তাদের বিরোধ সঠিকভাবে সমাধান করবে।’

এদিকে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তাদের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক করবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া কর্তৃক পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে একটি জরুরি বৈঠক ডাকা হবে।