উলিপুরে আধুনিক মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে ‘আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার’র নবনির্মিত আধুনিক অবকাঠামোর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উলিপুর-রাজারহাট সড়কের পাশে অবস্থিত এই স্থাপনার উদ্বোধন করেন কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. রেয়ান আনিস ইসলাম।
মেটারনিটি সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৫৮ সালে এই কেন্দ্রটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল এলাকার দরিদ্র গর্ভবতী মা ও শিশুদের কল্যাণ নিশ্চিত করা। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এই কেন্দ্রে প্রায় ৮০ হাজার স্বাভাবিক প্রসব, ৫ হাজার সিজারিয়ান প্রসব এবং ৭০ হাজার নবজাতক শিশুর নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. রেয়ান আনিস ইসলাম বলেন, কাশেম ফাউন্ডেশন বর্তমানে তিনটি চক্ষু হাসপাতাল ও আটটি ভিশন সেন্টার পরিচালনা করছে। এর মধ্যে মরিয়ম চক্ষু হাসপাতাল ৩০ লক্ষাধিক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে। এছাড়া, এই এলাকার শিক্ষার মান উন্নয়নে ২০২২ সালে একটি আধুনিক ইংরেজি ভার্সন স্কুলও চালু করা হয়েছে। তিনি আলেকজান মেটারনিটি এ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারকে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাশেম ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য দিলরাশ বানু, নাফিসা কাশেম মৌ, কাশেম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ডা. সুদীপ কুমার বোস এবং জেনারেল ম্যানেজার এবিএম আতিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সুমন রায়।