উলিপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস

কুড়িগ্রামের উলিপুরে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।
এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টনার প্রোগ্রাম রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ অশোক কুমার রায়।
এ সময় বক্তারা বলেন আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অংশীদারত্বমূলক উদ্যোগ গ্রামীণ কৃষি অর্থনীতিকে গতিশীল করছে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হচ্ছে।
দিনব্যাপী এ আয়োজনে উপজেলার পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের কৃষক-কিষাণি, পিএসএফ প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে কৃষি বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানের মাধ্যমে আয়োজন শেষ করা হয়।