রৌমারীতে অবৈধ দোকান উচ্ছেদ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গোয়ালগ্রাম হাট বাজারের সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে একটি অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি দল সরেজমিনে গিয়ে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এবং রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের চেষ্টা করছিল। এতে বাজারের শৃঙ্খলা ও চলাচলে সমস্যা হচ্ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় সাধারণ ক্রেতা-বিক্রেতারা স্বস্তি পেয়েছেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নিরাপত্তার স্বার্থে আমরা উচ্ছেদ অভিযানে ইউএনওর সঙ্গে ছিলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় প্রশাসনের পাশে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, সরকারি জায়গায় কেউ অবৈধভাবে স্থাপনা গড়ে তুলতে পারবে না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে কেউ এ ধরনের দখলদারি করতে গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।