সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য : স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার মন্ত্রিসভাকে জানিয়েছেন, ইসরায়েলি সরকার যদি গাজার ভয়াবহ পরিস্থিতি অবসানে বাস্তব পদক্ষেপ না নেয় ও কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না করে, তাহলে যুক্তরাজ্য আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এক প্রতিবেদনে এ এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, স্টারমার বলেছেন— ইসরায়েলি সরকার যদি গাজার ভয়াবহ পরিস্থিতির অবসানে বাস্তব পদক্ষেপ না নেয়, স্থায়ী যুদ্ধবিরতিতে না পৌঁছায়, স্পষ্টভাবে ঘোষণা না করে যে— পশ্চিম তীরে কোনো ভূমি দখল (সংযুক্তি) হবে না ও একটি দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ না হয়, যা দ্বি-রাষ্ট্র সমাধান নিশ্চিত করে, তাহলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

প্রধানমন্ত্রী আরও পুনর্ব্যক্ত করেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো সমতা নেই। তিনি আবারও হামাসের প্রতি তাদের দাবি তুলে ধরেছেন, তাদের অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতিতে স্বাক্ষর করতে হবে, গাজার সরকারে কোনো ভূমিকা পালন করবে না তা মেনে নিতে হবে ও নিরস্ত্রীকরণ করতে হবে।